চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ওই যাত্রীকে আটকের সময় তার কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আটক ওই যাত্রীর নাম সাইফুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দার উপ কমিশনার একেএম সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদে তথ্য ছিল সারজা থেকে আসা চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের এক যাত্রী অবৈধ পণ্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিক্তিতে সকাল সাড়ে ৭টায় বিমানটি অবতরণের পরই গোয়েন্দা সংস্থার লোকজন বিমানে উঠে তল্লাশি অভিযান শুরু করে এবং সাইফুলের শরীর তল্লাশি করে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম