এপি, শিকাগো :
দক্ষিণ শিকাগোতে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী ও শিশুপুত্রসহ আহত হয়েছেন আরও ৩ জন।
স্থানীয় সময় বুধবার গুলিবিদ্ধ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ওই নারীর বয়স ২৩ বছর ও আহত শিশুপুত্রের বয়স ২ বছর বলে জানিয়েছে পুলিশ।
এক পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার ২৯ বছর বয়সী বাবাও এক পায়ে গুলিবিদ্ধ হন। আর ৬২ বছর বয়সী আরেকজন লোককে পিছনে গুলি করা হয়েছিল।
শিকাগো পুলিশ টহল বিভাগের প্রধান ব্রায়ান ম্যাকডারমট অবার্ন গ্রেশাম ঘটনাস্থলের কাছে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
হতাহতরা বিকেল ৩টার দিকে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। ম্যাকডারমট বলেন, হামলাকারীরা একটি গাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ওই নারীকে একাধিকবার গুলি করা হয়েছিল। পরে একটি হাসপাতালে তিনি মারা যান।
ম্যাকডারমট বলেন, নিহত ২৯ বছর বয়মী ওই নারী ও গুলিবিদ্ধ লোকটি শিশুটির বাবা-মা ছিলেন।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২