November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 2nd, 2021, 1:19 pm

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি একথা জানান। শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে টিকা কার্যক্রমের আওতায় এনে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছে তা বিশ্বের উন্নত অনেক দেশও নিতে পারেনি।’ করোনার প্রকোপ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। পাশাপাশি গণজমায়েত না করা, মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলায় জোর দেন তিনি।

করোনার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজেদেরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।