September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 13th, 2024, 6:23 pm

শিক্ষার্থীদের আন্দোলনে ‘গণহত্যার’ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি

শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণআন্দোলনের সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার যে ‘গণহত্যা’ চালিয়েছে তার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের কাছে চিঠিটি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারের দ্বারা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের জন্য বিএনপি জাতিসংঘকে অনুরোধ করেছে।

চৌধুরী বলেন, চিঠিটি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে জাতিসংঘ সদর দপ্তরে পাঠানো হবে।

—–ইউএনবি