October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 20th, 2022, 7:27 pm

শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগিরই আবার চালু হবে। শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে শুরু করবে।

করোনার কারণে পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল।

১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন।

এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।

—ইউএনবি