September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 7:16 pm

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (২৪) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, গতকাল রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে আমরা জানতে পারি বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে লাশ সীমান্তের ওপারে ভারতীয় অংশে পড়ে আছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ বিএসএফের কাছে রয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, আজমতপুর বাগিচাপাড়া সীমান্তের ১৮২/২-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতীয় অংশে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে কি না বা বাংলাদেশি কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে তিনি জানান।

—ইউএনবি