অনলাইন ডেস্ক :
জয়ের চেনা পথটা যেন হঠাৎ ভুলে গেছে আর্সেনাল। টানা ব্যর্থতায় সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলে দুইয়ে। তবে তাতে দলের ওপর বিশ্বাস এতটুকু কমেনি কোচ মিকেল আর্তেতার। উল্টো শিরোপা জয়ের প্রশ্নে আগের চেয়ে ‘আরও বেশি আশাবাদী’ হয়ে উঠেছেন আর্সেনাল কোচ। এবারের প্রিমিয়ার লিগে প্রথম ১৯ ম্যাচে কেবল একটি ম্যাচে হেরেছিল আর্সেনাল। এরপর তাদের খেই হারানোর শুরু। টানা তিন ম্যাচ জয়শূন্য দলটি, এর মধ্যে হেরেছে দুটিতে। এই মাসের শুরুতে এভারটনের মাঠে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল আর্সেনাল। এতে পয়েন্ট টেবিলে ক্রমেই তাদের সঙ্গে ব্যবধান কমতে থাকে সিটির। শিরোপাধারীদের বিপক্ষে বুধবার লিগ ম্যাচে আর্সেনালের সামনে তাই সুযোগ ছিল পুনরায় ব্যবধান বাড়ানোর, শীর্ষস্থান মজবুত করার। কিন্তু ৩-১ গোলে ম্যাচটি হেরে উল্টো দুইয়ে নেমে যেতে হয়েছে লন্ডনের ক্লাবটিকে। ২২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫১। সমান সংখ্যক পয়েন্টে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ বেশি খেলেছে পেপ গুয়ার্দিওলার দল। আর্সেনালের সাম্প্রতিক ফর্ম এবং সিটি এই মুহূর্তে যেভাবে খেলছে, তাতে মৌসুমের এই অবস্থা থেকে শিরোপা জিততে হলে পা হড়কানোর খুব বেশি সুযোগ নেই আর্তেতার দলের সামনে। সময়টা কঠিন হলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ আর্তেতা। সিটি ম্যাচের পর বিবিসি স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় স্প্যানিশ এই কোচ বলেন, এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। “তাদের (আর্সেনাল খেলোয়াড়দের) এখনও বিশ্বাসটা আছে, আমি অনুভব করতে পারি। তাদের বিশ্বাস যে তারা করতে পারবে। ম্যাচের আগে শিরোপা জয়ের ব্যাপারে আমার বিশ্বাস যতখানি ছিল, এখন তার চেয়ে আরও বেশি। (ম্যাচের প্রথমভাগে) দলের পারফরম্যান্স যেমন ছিল এবং যে মানের ফুটবল খেলছিল, তাতে আমাদের বিশ্বাস ছিল যে আমরা তাদের হারাতে পারি। দ্বিতীয় গোলের আগ পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল।” “কিন্তু আমরা তাদের তিনটি গোল করতে দিয়েছি এবং শেষ পর্যন্ত ম্যাচটিও হাত থেকে ফেলে দিয়েছি। এই পর্যায়ে কোনো ভুল করা যাবে না। অবশ্য একই সঙ্গে এটাও বলতে হবে, দলের সবাই খুব ভালো খেলেছে।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা