September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 25th, 2023, 8:47 pm

শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই

অনলাইন ডেস্ক :

ডানহাতি পেসার আকাশ মাধওয়ালের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে বিদায় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ষষ্ঠ শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের এলিমিনেটর ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ৮১ রানে হারিয়েছে লক্ষ্ণৌকে। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই। আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে চেন্নাই। আগামী রোববার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল। গত বুধবার রাতে চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কোনো ব্যাটারের বড় ইনিংস ছাড়াই ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন। এ ছাড়া সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩, তিলক ভার্মা ২২ বলে ২৬ ও নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রান করেন।

লক্ষ্ণৌর আফগান পেসাার নাভিন উল হক ৩৮ রানে ৪ উইকেট নেন। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আকাশের বোলিং তোপে খেই হারিয়ে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় লক্ষ্ণৌ। দলের পক্ষে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস ২৭ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। ৩.৩ ওভার বল করে মাত্র ৫ রানে ৫ উইকেট নেন আকাশ। ২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। এবারের আইপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট শিকারী হয়ে ম্যাচ সেরাও হন আকাশ।