November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:02 pm

শিল্পী সমিতির নির্বাচন করবেন নিপুণ

অনলাইন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। বিভিন্ন সময় শিল্পীদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন নিপুণ। আলাদা প্যানেল করবেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। সেটি দূর করতে চাই। আমি শিল্পী সমিতির নির্বাচন করব।’ আসছে বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একাধিক তারকা শিল্পীদের নিয়ে হবে তার প্যানেল। কারা থাকছেন প্যানেলে সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তারকা শিল্পীদের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন তিনি। নিপূণ বলেন, ‘শিল্পী সমিতি মানে শিল্পীদের সমাগম। আমার সঙ্গে সব প্রকৃত শিল্পীরাই থাকবেন। আমার বিশ্বাস, যারা আমার সঙ্গে থাকবেন তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না।’ কোন পদে নির্বাচন করবেন নিপুণ সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি। তবে তিনি নির্বাচন করবেন এটি নিশ্চিত। অভিনেত্রীর ভাষায়, ‘শিল্পী সমিতির বড় চেয়ার আমার চাই না। আমি একটি টিম করে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের টিমের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের জানাব।’ ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সমিতির বর্তমান কমিটির সভাপতি হলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান।