October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 20th, 2021, 7:48 pm

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন শিবা শানু

অনলাইন ডেস্ক :

দেশের চলচ্চিত্রের ব্যস্ত অভিনেতা শিবা শানু। খল চরিত্রে অভিনয় করে আলাদা দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এখনও কাজ করে যাচ্ছেন এ অভিনেতা। একটা সময় তো তুমুল ব্যস্ত ছিলেন। এখন কাজের কী অবস্থা? শিবা শানু বলেন, বর্তমানে এক ডজন ছবিতে কাজ করছি। আর নতুন নতুন ছবির প্রস্তাবও প্রায়ই আসে। সবমিলিয়ে করোনার ধকল সামলে আবার শুটিং করছি এটাই আনন্দের ব্যাপার। আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন। চলচ্চিত্রে এখনকার কোন সংকটগুলো প্রকট? এ অভিনেতা বলেন, সব ছবি প্রায় একই রকম হয়ে যায়। দর্শক তো বিরক্ত হয়ে গেছে। আমরা নায়কনির্ভর সিনেমার গন্ডি থেকে বের হতে পারছি না। আর গল্পের কুসংস্কার তো আছেই। গল্প নিয়ে বিশ্লেষণ কমে গেছে। এখন রাতে বললে, সকাল বেলা গল্প ডেলিভারি দিয়ে দেয়। কোথা থেকে দেয়, কি চিন্তা করে দেয় খোদাই জানে! অথচ আমাদের চারপাশে অনেক গল্প আছে। এ ছাড়া সাহিত্য, উপন্যাস থেকেও ভালো ভালো গল্প নেয়া যায়। আগে যারা ছিলেন সিনিয়ররা বিভিন্ন জায়গা থেকে গবেষণা করে গল্প নিয়ে সিনেমা বানাতেন। বর্তমান প্রজন্ম তো রেডিমেড গল্প নিয়ে কাজ করছে। এগুলোই অন্যতম সংকট। এই সংকট থেকে উত্তরণের উপায় কী? শিবা শানু বলেন, সবকিছু বাদ দিয়ে চিন্তা করা উচিত, চলচ্চিত্রটাকে কীভাবে আগের জায়গায় আনা যায়। সমষ্টিগত ভাবে কাজ করতে হবে। শুধু শিল্পী, নির্মাতা, প্রযোজক বা কলাকুশলীরা নয়। হল মালিকদেরও লাগবে। আমাদের দর্শকদের মাঝে প্রচার করতে হবে, আসেন চলচ্চিত্র দেখেন, আমাদের শিল্পটাকে বাঁচান। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সামনে শিল্পী সমিতির নির্বাচন। এ নিয়ে কোনো চিন্তা-ভাবনা আছে? এ অভিনেতার উত্তর- এখন আর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আগ্রহ নেই। শিল্পী সমিতিতে যে যাবো, আমার করার কী আছে! ধরেন নির্বাচন করলাম। পাশ করলাম। কী করবো তারপর!