April 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 8:49 pm

শিল্প কারখানায় গ্যাস সরবরাহের সমস্যা সমাধান করা হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, গ্যাস সরবরাহে স্থানীয় সমস্যা সমাধানে আমরা পদক্ষেপ নেব যাতে পরিস্থিতির অবনতি না হয়।

তিনি বলেন, ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন নির্দিষ্ট কিছু এলাকায় পর্যাপ্ত চাপে গ্যাস পাচ্ছে না। ‘আমরা সেগুলো নির্ধারণে নজর রাখছি।’

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ীদের একদল নেতা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমন এক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় যখন চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রপ্তানিমুখী শিল্প বিশেষ করে টেক্সটাইল, গার্মেন্টস এবং সিরামিক পণ্য প্রস্তুতকারীরা পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য মরিয়া হয়ে শীর্ষ নীতি নির্ধারকদের রাজি করাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহে শিল্পগুলো এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সমাধানে তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, বৈঠকে মূলত স্থানীয় গ্যাস সরবরাহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তাদের আশ্বস্ত করেছে যে তারা আগের মতো সরবরাহ পাবে। আমরা সবাই মিলে আগামী মাসে এবং আগামী বছর সরবরাহ আরও ভালো রাখার চেষ্টা করব।

এক প্রশ্নের জবাবে নসরুল বলেন, বৈশ্বিক পরিস্থিতির আরও অবনতি হলে পরিস্থিতি ভিন্ন হবে এবং সেটা ভিন্ন বিষয়।

তিনি স্বীকার করেন, ব্যবসায়ী নেতারা তাকে গ্যাস আমদানি বাড়ানোর অনুরোধ করেছেন। ‘কিন্তু এটা সরকারের বিষয়, তাদের নয়।

গ্যাস আমদানি ব্যয় বার্ষিক এক দশমিক ০২ বিলিয়ন ডলার বাড়ানোর জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধের বিষয়ে সালমান এফ রহমান বলেন, বিষয়টি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নির্ভর করে না।

তিনি বলেন, ‘সাশ্রয়ী মূল্যে গ্যাসের প্রাপ্যতার বিষয়টি… গ্যাসের বিশ্ববাজার স্থিতিশীল নয়। পতনের পর আবার দাম বেড়েছে।’

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী নেতারা শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিভিন্ন বিকল্প তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করব।’

—-ইউএনবি