October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 7:36 pm

শিশুদের নিয়ে ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির

অনলাইন ডেস্ক :

অনেক বাবা-মা তাদের সন্তানদের নিয়ে ওমরাহ করতে যান। লাখ লাখ ওমরাহ যাত্রীর ভিড়ে শিশুদের নিয়ে অনেকটা চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। তাদের চিন্তামুক্ত রাখতেই ওমরাহ যাত্রীদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে গালফ নিউজ। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উমরাহর সময় প্রত্যেক শিশুর ডান অথবা বাঁ হাতের কব্জিতে অবশ্যই তাদ্র নিজ নিজ পরিচয় সম্বলিত একটি ব্রেসলেট থাকতে হবে। ওই ব্রেসলেটে তার পরিচয় সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য থাকবে। এতে করে কোনো শিশু ভিড়ে হারিয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যাবে। এছাড়া, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য ওমরাহ যাত্রীদেরকে সন্তানসহ ভিড় কম হয় এমন সময় ও স্থান বেছে নেয়ার আহ্বান করেছে দেশটির সরকার। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে ভাবছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে ওমরা চলাকালীন শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হতে বলা হচ্ছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিভাবকদের প্রাথমিক দায়িত্ব শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। প্রতিবেদনে বলা হয়, শিশুদের খাদ্যের প্রতিও নজর রাখতে হবে অভিভাবকদের।

ওমরাহর সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে বিষয়ে বাবা-মাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গণমাধ্যমগুলো আরও জানায়, সৌদিতে হজের মৌসুম ব্যতীত সারা বছরই ওমরাহ পালন করা যায়। তবে দেশটির আবহাওয়াগত কারণে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকে। প্রতি বছর সৌদি ও বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ করতে মক্কায় যান। সম্প্রতি ওমরাহ যাত্রীদের সুবিধার জন্য ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন বাড়িয়েছে সৌদি সরকার। সেই সঙ্গে নারী যাত্রীদের জন্য স্বামী বা মাহরামের সঙ্গে ওমরাহ করার বাধ্যতামূলক নিয়মও স্থগিত করেছে দেশটির সরকার।