September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 27th, 2021, 12:09 pm

শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

পারিবারিক কলহের জের ধরে লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি গ্রামে রবিবার চার বছরের শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ওইদিন রাতে রাত ১২টার দিকে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানা হেফাজতে ও শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।

নিহত আয়ান রহমান স্থানীয় তেওয়ারীগঞ্জ এলাকার সৌদি প্রবাসী আজিমুর রহমান আজীমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মহব্বতের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, সৌদি প্রবাসী আজগর রহমানের স্ত্রী সাবিনা ও তার ৪ বছরের শিশু আয়ানসহ যৌথ পরিবার সদর উপজেলার লাহারকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের সংসারে আর্থিক সঙ্কট দেখা দেয়। স্বামী-স্ত্রীর সম্পর্কেও বিরোধ দেখা দেয়। এর জের ধরে রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে শিশু আয়ানকে গলা কেটে হত্যার পর নিজে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাবিনাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

—ইউএনবি