নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় মঙ্গলবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল ৮টার দিকে ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনানের (৩৫) লাশ এবং পরে সকাল সাড়ে ১০টার দিকে আরোহী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে।
লঞ্চের দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
রেলে এ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে পরিবেশের ওপর গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ