অনলাইন ডেস্ক :
আদাহ শর্মা অভিনীত ভারতীয় বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে বিস্ময় সৃষ্টি করেছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। সেইসঙ্গে সমান তালে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি এই অভিনেত্রী শুটিং সেট থেকে নিজের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তার মুখ, কনুই এবং হাঁটু ক্ষতবিক্ষত দেখা গেছে। তিনি কতটা চরম পরিস্থিতিতে ছবিটি শুটিং করেছিলেন, সে সম্পর্কে জানিয়েছেন। ছবির শুটিংয়ের সময় তিনি ৪০ ঘণ্টা এক ফোঁটা পানিও পান করেননি। কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি’ সিক্রেট থেকে সানকিসড, পরে ও আগে ফাটা ঠোঁট…মাইনাস ১৬ ডিগ্রিতে ৪০ ঘণ্টা পানি ছাড়া…।
অভিনেত্রী আদাহ শর্মা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, একজন অভিনেত্রী হিসাবে এমন কিছু করা আনন্দের, যা আমাকে মানসিক ও শারীরিকভাবে চাপ দেবে। আমি যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে নিজেকে উপস্থাপন করতে চেয়েছি। আমি বড় ভোজনরসিক এবং সাধারণত দিনে পাঁচ লিটার পানি পান করি। তাই শুটিংয়ে বিষয়টি কঠিন ছিল। কিন্তু আপনি যদি ভালোভাবে কাজে মন দেন, তবে সবকিছুই সম্ভব। সিনামার একটি অংশে আফগানিস্তানের সন্ত্রাসী শিবির থেকে আদাহকে পালিয়ে যেতে দেখা যায়। তিনি বলেন, আমরা কঠিন পরিস্থিতিতে মাইনাস ১৬ ডিগ্রি এবং খুব কম অক্সিজেনের মধ্যে শুটিং করেছি। ইউনিটের সদস্যরা অসুস্থ বলে ডাকছিল আমাকে। কিন্তু আমি খাবার এবং পানি ছাড়াই ভালোভাবে কাজ করে যাচ্ছিলাম।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দ্য কেরালা স্টোরিতে দেখানো হয়েছে, কীভাবে কেরালার নারীদের ‘জোর করে ধর্মান্তরিত’ করা হয় এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নিয়োগ দেয়। গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভারতের রাজনৈতিক আলোচনাকে মেরুকরণ করা সিনেমাটি। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার আশঙ্কায় গত ৮ মে পশ্চিমবঙ্গ সরকার ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে। তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কম দর্শক উপস্থিতির কথা উল্লেখ করে ৭ মে থেকে সিনেমাটির প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৬ মে ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের আদেশে সিনেমাটি প্রদর্শনীর ওপর স্থগিতাদেশ জারি করে এবং তামিলনাড়ুতে সিনেমাপ্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ