অনলাইন ডেস্ক :
‘আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। এতে আহত হন জনপ্রিয় এ চিত্রতারকা। ছবির শেষ দিনের শুটিং হওয়ায় পরিচালক যাতে বিপাকে না পড়েন এই কারণে আঘাত পাওয়া পা নিয়েও ঘণ্টাখানেক সময় দিয়ে শুটিং সম্পন্ন করেন শাকিব। তারপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ছবি ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। গত সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। জানা যায়, শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।
আরও পড়ুন
‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমার ট্রেলারেই বাজিমাৎ
পরিবার নিয়ে ওমরাহ করতে গেলেন জয়
মামুনুর রশীদের মন্তব্যে নিয়ে যা বললেন শিল্পী সংঘ