November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 13th, 2023, 8:07 pm

শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রকৃতি

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের অভিনেত্রী মানসী প্রকৃতি। নাটক-সিনেমায় নিয়মিত কাজ করছেন তিনি। ঈদুল ফিতরের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বেশ কিছু কাজ শেষ করেছেন। একক ও ধারাবাহিক নাটক মিলিয়ে ঈদের দেড় ডজন নতুন নাটকে দেখা যাবে প্রকৃতিকে। তার অভিনীত উল্লেখযোগ্য একক নাটক হচ্ছে- এস এ হক অলিক পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত ‘পান্তা ভাতে ঘি’, আদিবাসী মিজানের ‘মা পুত ব্যাক্কল ২’, শামসুল আলমের ‘পাশের ঘরের মিষ্টি ভাবী’, সাগর খানের ‘আমার স্বপ্ন তুমি’, এম এ এইচ হান্নানের ‘বখাটে প্রেম’, শফিক বাবুর ‘হাবভাব’। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে নাসির উদ্দিন মাসুদের সাত পর্বের ‘সুপার সিক্স’। অন্যদিকে প্রচারের অপেক্ষায় আছে আরো দুটি ধারাবাহিক নাটক। এগুলো হলো ফরিদুল হাসানের ‘ফাঁপড়’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’। অচিরেই ধারাবাহিক দুটি প্রচারে আসবে বলে জানা গেছে।তা ছাড়া আরো কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন প্রকৃতি। তার প্রচারের অপেক্ষায় আছে গাজী গ্রুপের নতুন একটি বিজ্ঞাপন। খুব শিগগির এটি টেলিভিশন ও অন্তর্জালে প্রচার শুরু হবে। ঈদের নাটক প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে পূর্বের করা কিছু কাজও রয়েছে। সবমিলিয়ে প্রায় ২০টি নাটকে এবারের ঈদে আমাকে দেখা যাবে। তবে প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আশা করছি, নাটকগুলো সবার ঈদ আনন্দ দ্বিগুণ করবে।’এদিকে, প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’ শিরোনামে দুটি সিনেমা। আরিফুর জামান আরিফ পরিচালিত ‘অগ্নিশিখা’ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যন্ত্রণা’। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও প্রকৃতি।