অনলাইন ডেস্ক :
বলিউডে স্ট্যান্টম্যান বা বডি ডাবলের সাহায্য ছাড়াই অ্যাকশন দৃশ্যের শুট করার জন্য বিখ্যাত অক্ষয় কুমার। সেটে হাই ফ্লাইং অ্যাকশন এবং ডেয়ারডেভিল স্টান্টের জন্যই তিনি পরিচিত। সেই অ্যাকশনই কাল হল অক্ষয়ের। বর্তমানে স্কটল্যান্ডে চলছে অক্ষয়ের ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার শ্যুটিং। সেখানে শুটিং সেটে টাইগার শ্রফের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান খিলাড়ি কুমার। সূত্রের খবর অনুসারে, টাইগারের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অক্ষয়। একটা বিশেষ অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। অক্ষয় নিজেই নিজেকে আহত করেছেন। তার ডান হাঁটুতে ব্রেস লাগানো হয়েছে। তবে চোট ততটা গুরুতর নয় বলেও জানা গেছে। এরপর তিনি ঘোষণা করেছেন যে কোনো বিরতি নেবেন না, চোট নিয়েই তার বাকি অংশের শ্যুটিং চালিয়ে যাবেন। কারণ এটি গুরুতর আঘাত নয় বলেই মনে করেন তিনি। যদিও অ্যাকশনের অংশগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে অক্ষয় তার বাকি টিমের সঙ্গে সিনেমার অন্যান্য অংশের শ্যুটিং চালিয়ে যাবেন বলেই জানান। যাতে স্কটল্যান্ডের সূচি শেষ করতে কোনো বিলম্ব না হয়। অক্ষয় ও টাইগার ছাড়াও ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ চলচ্চিত্রে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা ও পৃথ্বীরাজ সুকুমারন। ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘ভারত’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’ সহ একাধিক সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর এই সিনেমাটি পরিচালনা করছেন। বেশ কয়েক বছর ধরে অক্ষয়ের একের পর এক চলচ্চিত্র মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। তাই এই সিনেমা নিয়ে বেশ চিন্তিত তিনি। প্রথমবার টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয়। একসঙ্গে জমজমাট অ্যাকশন করতে দেখা যাবে তাদের। সেই অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়েই দুর্ঘটনার কবলে খিলাড়ি। সূত্র : জি নিউজ ইন্ডিয়া
আরও পড়ুন
সুলতানপুর: ফর্মুলায় আক্রান্ত ধারাবাহিকতাহীন ছবি
নায়ক ফারুকের আসনে ফেরদৌস
আপনাদের দোয়ায় ভালো আছি: সাফা