April 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:33 pm

শুটিং সেটে সম্মাননা পেলেন ডলি জহুর

অনলাইন ডেস্ক :

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ডলি জহুর। এ আনন্দ ভাগাভাগি করে নিতে দীপ্ত টিভির নিয়মিত ধারাবাহিক নাটক ‘জবা’র সেটে আয়োজিত হয় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। কেক কেটে ডলি জহুরের সম্মাননাকে উদযাপন করতে উপস্থিত ছিলেন ‘জবা’ ধারাবাহিকটির পরিচালক আশিস রয় এবং লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। এ ছাড়া ধারাবাহিক নাটকটির অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীও অনুষ্ঠানটিতে অংশ নেন। জাহিদুল ইসলাম বলেন, ধারাবাহিক নাটক ‘জবা’য় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। যা শিগগিরই দেখা যাবে দীপ্ত টিভিতে। ডলি জহুরের এমন উজ্জ্বল সাফল্যে দীপ্ত টিভি গর্বিত। দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘জবা‘ প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, সোহান খান, শিল্পী সরকার অপু, শাহ আলম দুলাল, আইনুন পুতুল, সায়েম সামাদ, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়াসহ অনেকে।