October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 8:55 pm

শুদ্ধাচার পুরস্কার পেলেন সখীপুরের মৎস্য কর্মকর্তা সমীরণ সাহা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
মৎস্যখাতে পেশাগত দক্ষতা, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেলেন সখীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। গত ১২ জুন মৎস্য বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৯জুন) জেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা মৎস্য মোহাম্মদ এমদাদুল হক। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, সার্টিফিকেট ও এক মাসের সমপরিমাণ অর্থ রয়েছে।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন। সমীরণ কুমার সাহা নাটোর জেলার সদর উপজেলার জংলী গ্রামের সুভাষ চন্দ্র সাহা ও রিনা সাহার একমাত্র পুত্র সন্তান। তার স্ত্রী সুচি রানী সাহা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এসিল্যা- হিসেবে কর্মরত আছেন।