August 12, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 7:43 pm

শুভশ্রীর ‘ভাতের হোটেল’

অনলাইন ডেস্ক :

টলিউড নায়িকা শুভশ্রীকে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ শোনা যাচ্ছে তিনি নাকি ‘ভাতের হোটেল’ খুলছেন। কিন্তু শুভশ্রীর এমনকি হলো যে তাকে ‘ভাতের হোটেল’ দিতে হবে! এ নিয়ে টলিউডে চলছে বেশ আলোচনা। তাই বিষয়টা পরিষ্কার হতে আরও খোঁজ নেওয়া শুরু। পরে জানা গেলো সত্যিই ‘ভাতের হোটেল’ খুলছেন শুভশ্রী। নাম ‘ইন্দুবালা ভাতের হোটেল’! কিন্তু এটি বাস্তবের নয়। মূলত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ একটি ওয়েব সিরিজ। আর সেখানেই প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। দু-একদিনের মধ্যে শুটিং শুরু হবে। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের ইন্দুবালা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সিরিজের বেশির ভাগ শুটিং হবে কলকাতায়। কিছুটা অংশ ধরা হবে বাংলাদেশে। পরিচালক জানিয়েছেন, শুভশ্রী এরই মধ্যেই ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন। পর্দায় ইন্দুবালার ১৬-৭৫ বছর বয়স দেখানো হবে। সংসার চালানোর জন্যই ওয়েব সিরিজে ভাতের হোটেল খুলবেন শুভশ্রী। সেখানে নিজ হাতেই করবেন রান্না।