November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:36 pm

শুরু হলো ‘ওরা ৭ জন’ সিনেমার প্রচারণা

অনলাইন ডেস্ক :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ নির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রের অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে। অনলাইনে পোস্টারটি উন্মুক্ত হয়েছে সৌদি আরবের মক্কা থেকে। ২০২২ সালের শেষের দিকে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। পরিচালক খিজির হায়াত খান সংবাদমাধ্যকে বলেন, ‘আমি এখন মক্কায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উপলক্ষে এখান থেকেই ‘ওরা ৭ জন’ সিনেমার অফিশিয়াল পোস্টার অনলাইনে মুক্তি দিয়ে সিনোমার প্রচারণা শুরু করলাম।’ তিনি আরও বলেন, ‘মুক্তির তারিখ ডেট এখনও ঠিক করি নাই। ইনশাল্লাহ আগামী বছর শেষের দিকে কোনো এক মাসে রিলিজ দিতে চাই।’ টানা ৫০ দিনের কাজ শেষে গত ৮ নভেম্বর শুটিং প্যাকআপ করছেন ‘জাগো’ সিনেমা খ্যাত এই নির্মাতা। ‘ওরা ৭ জন’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, খিজির হায়াত খান ও জাকিয়া বারী মম প্রমুখ।