December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 8:10 pm

শূকরের মাংস থেকে সাবধান!

অনলাইন ডেস্ক :

ভারতে আবারও হানা দিয়েছে সোয়াইন ফ্লু। পশ্চিমবঙ্গে নতুন করে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ ঘটায় সতর্ক হতে বিজ্ঞপ্তি জারি করেছে মিজোরাম রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্য থেকে শূকর মাংস ও মাংসের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে মিজোরাম সরকার। গত শনিবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অন্যান্য রাজ্য এবং অন্যান্য দেশ থেকে জীবিত শূকর, তাজা শূকরের মাংস ও হিমায়িত শূকরের মাংসসহ অন্যান্য সমস্ত শূকরের পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শূকর পালনের জায়গার বাধ্যতামূলক জীবাণুমুক্তকরণ, কঠোর স্বাস্থ্যবিধি ব্যবস্থার পাশাপাশি সোয়াইন ফ্লুতে আক্রান্ত শূকরদের বিচ্ছিন্ন করে রাখবে রাজ্যের পশুপালন এবং পশুচিকিৎসা বিভাগ। আফ্রিকান সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য জাতীয় কর্ম পরিকল্পনা অনুসারে নিয়ম মেনে শূকরের মৃতদেহের নিষ্পত্তি করবে এই বিভাগ।শূকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সঙ্গে সঙ্গে জানানোর জন্য মিজোরাম সরকার হেল্পলাইন নম্বরও জারি করেছে। ২০২০ সালের আগস্টে এই নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার ১৭ মাস পরে চলতি বছরের ১ ফেব্রুয়ারি শূকর এবং শূকরের মাংসের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মিজোরাম। গত বছরের ডিসেম্বর থেকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়নি পশ্চিমবঙ্গে। শেষবার সোয়াইন ফ্লুতে ৩৮৪টি শূকরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সরকারি কর্মকর্তাদের মতে, পাঁচটি জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বছরের মার্চ থেকে নভেম্বরের মধ্যে ৩৩ হাজার ৪১৭টি শূকরের মৃত্যু ঘটেছে। রোগের বিস্তার রোধ করতে গত বছর মোট ১০ হাজার ৯১০টি শূকর মেরে ফেলা হয়েছিল।