October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 29th, 2023, 8:27 pm

শূন্য হাতেই রোনালদোর মৌসুম শেষ

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের প্রো লিগে আরো একটি ম্যাচ আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের। কিন্তু ৩১ মে দিবাগত রাতে আল ফাতেহর বিপক্ষে ম্যাচের আগেই লিগ শিরোপার স্বপ্ন চুরমার রোনালদো ও তার দল আল নাসরের। পরশু রোনালদোদের আল নাসর ১-১ গোলে ড্র করেছে আল ইত্তিফাকের বিপক্ষে। একই দিনে আল ফেইহার বিপক্ষে ৩-০ গোলে জিতে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। যার অর্থ, সৌদি আরবে প্রথম মৌসুমে রোনালদোকে শেষ করতে হলো শূন্য হাতে। কিংস কাপ, সুপার কাপ থেকে ছিটকে পড়ার পরও বেঁচে ছিল লিগ শিরোপার আশা। কিন্তু সেই স্বপ্নও ভেস্তে গেল ড্রয়ের খড়গে আটকা পড়ে। ইত্তিফাকের বিপক্ষে জিতলে হয়তো রোনালদোদের আশাটা বেঁচে থাকত। পরশু মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে গোল করতে পারেননি রোনালদো। জিততে পারেনি তার দলও।

পরশুর ড্রয়ের পর ২৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪। ফেইহার বিপক্ষে জেতার পর আল ইত্তিহাদের পয়েন্ট ৬৯। পূর্ণ ৫ পয়েন্ট এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। লিগে ম্যাচ বাকি মাত্র একটি। এদিন নিজেদের ঘরের মাঠের ম্যাচে প্রথমেই এগিয়ে যায় স্বাগতিক ইত্তিফাকই। ৪৩ মিনিটে দারুণ এক গোল করে তাদের এগিয়ে দেন জাপানি তারকা নাকাতে। ৫৬ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লুইস গুস্তাভো। আল নাসরের দুর্ভাগ্য, এই গুস্তাভোরই আরেকটা গোল বাতিল হয়েছে ভিএআরের মাধ্যমে। শুধু তাই নয়, শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান তারকা তালিস্কার শট পোস্টে প্রতিহত হলে কপাল পোড়ে আল নাসরের। গত ৩১ ডিসেম্বর চুক্তির পর জানুয়ারিতে যখন আল নাসরে যোগ দেন রোনালদো, তখন পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল আল নাসর। গত মার্চ পর্যন্তও সেই শীর্ষ স্থানটা ধরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেনি রোনালদোর দল।