October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 8:26 pm

শেখ কামালের মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী আবাহনীর কর্মসূচি

অনলাইন ডেস্ক :

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল পাপিষ্ঠের হাতে সপরিবারে নিহত হন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকদের হাতে জাতির পিতার বড় ছেলে শেখ কামালও রেহাই পাননি। মাত্র ২৬ বছর বয়সে ইহলোক ছাড়তে হয়েছে। আজ সোমবার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই হাতে গড়া দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১২টা এক মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়দের মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হবে। এছাড়া জাতীয় এবং ক্লাব পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনও করা হবে। থাকছে দিনব্যাপী কোরআন তেলওয়াত। সকাল ১০টায় মরহুমের বনানীস্থ মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর বাদ জোহর গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বাদ আসর ক্লাব ভবনে আয়োজন করা হয়েছে দোয়ার।