November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 9:24 pm

শেখ কামাল যুব গেমস : ৪২৯টি সোনার জন্য লড়বেন ৬০ হাজার ক্রীড়াবিদ

অনলাইন ডেস্ক :

২০১৮ সালে প্রথমবারের মতো শেখ কামাল বাংলাদেশ যুব গেমস মাঠে গড়িয়েছিল। তার পর ইচ্ছে থাকলেও করোনার মহামারীতে নিয়মিতভাবে মাঠে গড়ানো যায়নি। বিরতি দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর। সুখবর হলো এবার আগের চেয়ে ডিসিপ্লিন বেড়েছে। প্রথমবার ২১টি ডিসিপ্লিন ছিল। দ্বিতীয় আসরে যোগ হয়েছে নতুন তিন ডিসিপ্লিন- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস। তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার এই মঞ্চে পদক সংখ্যাও বাড়ছে। সারাদেশ থেকে ৪৯৫ উপজেলার প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ ৪২৯টি সোনার পদকের জন্য লড়বেন। সোনার পদক ছাড়াও রুপা রয়েছে ৪২৯টি, ব্রোঞ্জ ৫৬১টি। ২০০৬ এর ২ জানুয়ারির পর যারা জন্ম নিয়েছেন, তারা গেমসে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। প্রতিযোগিতার প্রথম পর্ব উপজেলা থেকে শুরু হবে ২ থেকে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব আন্তঃজেলায় চলবে ১৬ থেকে ২২ জানুয়ারি। চূড়ান্ত পর্ব হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দ্বিতীয় আসর মাঠে গড়ানো প্রসঙ্গে বিওএর সহ সভাপতি বশির আহমেদ মামুন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘করোনার প্রকোপে পিছিয়ে গেছে। অনেক কিছু করা যায়নি। তবে আমরা এরমধ্যে বাংলাদেশ গেমস করেছি। যুব গেমসও হচ্ছে। এখন থেকে নিয়মিত হবে সবকিছু।’ নতুন ডিসিপ্লিন যোগ হওয়া প্রসঙ্গে এই কর্মকর্তা বলেছেন, ‘এসএ গেমসে যারা পদক এনেছে, যে ডিসিপ্লিন আছে, সেখানে তাদের এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে।’