November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:46 pm

শেখ জামালে থামলো আবাহনীর জয়যাত্রা

অনলাইন ডেস্ক :

টানা ৮ ম্যাচ জয়ের পথে ছুটতে থাকা আবাহনী লিমিটেডকে থামতে হলো। সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে গেছে তারা। ৪ উইকেট হারলেও ঢাকা প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে আছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট আবাহনীর। শেখ জামালও সমান খেলে একই পয়েন্ট পেয়েছে, তবে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে তারা। আগে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ ও জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫০ রান করে আবাহনী। জবাবে ৪৯.১ ওভারে ৬ উইকেটে ২৫১ রান করে শেখ জামাল, তাদেরও দুই হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান। এনামুল হক বিজয়ের (১৫) সঙ্গে নাঈম ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন। পরে জাকের আলী অনিককে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আবাহনী ওপেনার। নাঈম ৪৬ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৮ রান করেন। জাকের দলীয় ২২০ রানে থামেন। ১১৯ বলে ৬ চারে ইনিংস সেরা ৭৯ রান করেন তিনি। শেখ জামালের পক্ষে আরিফ আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান ইবাদত হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। লক্ষ্যে নেমে ১০৭ রানে ৩ উইকেট হারানোর পর হৃদয় ও তাইবুরের জুটিতে জয়ের ভিত গড়ে শেখ জামাল। ৯৮ রানের জুটি গড়েন তারা চতুর্থ উইকেটে। হৃদয় ৭৭ বলে ইনিংস সেরা ৭২ রান করেন, ৫ চার ও ১ ছয় ছিল। তাইবুর ১০০ বলে ৪ চারে ৬৩ রান করেন। নুরুল হাসান সোহান ক্যামিও ইনিংস খেলে জিতিয়ে মাঠ ছাড়েন। শেখ জামাল অধিনায়ক ১২ বলে ২ চার ও ১ ছয়ে ২০ রানে অপরাজিত ছিলেন। আবাহনীর পক্ষে রাকিবুল হাসান ও দানিশ আজিজ ২টি করে উইকেট পান। ১ উইকেট নেওয়ার পর হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন শেখ জামালের তাইবুর।