হোয়াইট হাউস জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, এটি মিথ্যা।
১২ আগস্ট সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার জড়িত ছিল- এমন যেকোনো প্রতিবেদন বা গুজব কেবলই মিথ্যা। এটি সত্য নয়।’
তিনি বলেন, এটি বাংলাদেশের জনগণের নিজস্ব সিদ্ধান্ত এবং তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেস সেক্রেটারি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থানও সেটিই ।’
তিনি আরও বলেন, এ ধরনের যেকোনো অভিযোগ এলে নিশ্চিতভাবে আমরা বলব এটি একেবারেই সত্য নয়; যেমন আমি এখনও বলছি।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মিত্রদের জানিয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করা বা ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশের একটি দ্বীপ তাদের দিয়ে দিক। আর যেহেতু তারা এতে রাজি হয়নি তাই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
প্রেস সেক্রেটারি বলেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
হিন্দু সম্প্রদায় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যখন বিষয়টি মানবাধিকারের, তখন মার্কিন প্রেসিডেন্ট সবসময়ই জোরালো অবস্থান নিয়ে স্পষ্টভাবে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে এর পক্ষে কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তিনি এটি নিয়ে কথা বলা চালিয়ে যাবেন, কিন্তু এই মুহূর্তে কথা বলার জন্য কোনো উল্লেখযোগ্য বিষয় নেই।’
—–ইউএনবি
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০