October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 9th, 2023, 7:23 pm

শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি

জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রগতি ময়দানের ভারত মন্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তাঁরা একে অপরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রগতি ময়দানের ভারত মন্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তাঁরা একে অপরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট হাসিমুখে কিছুক্ষণ কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়েরর সময়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজের মোবাইল ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়াারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে লেখেন, “নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার খোশগল্প হয়েছে। আমি তাকে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছি।”

তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও এ সকল ছবিতে দেখা যায়।

একটি ছবিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি নিতেও দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফর সঙ্গীদের নিয়ে স্বাগতিক ভারতের আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগদান করতে নয়া দিল্লীতে অবস্থান করছেন। এ বছর শীর্ষ সম্মেলনটির আয়োজন করছে ভারত।

—-বাসস