October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 8:35 pm

শেরপুরের ঝিনাইগাতিতে বন্যায় নিহত-৩, আহত শতাধিক

বন্যায় প্রায় ৪শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ্য হয়েছে; পানি বন্দি বহু পরিবার

মোঃ আবু রায়হান, শেরপুর :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বন্যায় দুইজন নিহত শতাধিক আহত। বন্যার পানির তীব্র স্রোতে প্রায় ৪শতাধিক ঘরবাড়ির ক্ষয়-ক্ষতিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানও বিলীন হয়েছে। অসংখ্য রাস্তা-ঘাট, পুল-কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৭টি ইউনিয়নের হাজার হাজার পরিবার। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলি ঘর-বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। নি¤œাঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় কৃষকের কৃষিপন্য বাজারজাত করতে পারছে না। সরকারিভাবে কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা অপ্রতুল। বন্যায় গৃহহীন পরিবার ও পানিবন্দি পরিবারগুলো দুর্ভোগের শিকার হয়েছে। নিহত ব্যক্তি ঝিনাইগাতী ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের আশরাফ আলী। আরেকজন ধানশাইল ইউনিয়নের কৃষক আবুল কালাম। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট চিকিৎসা নিচ্ছে। বন্যার পানিতে উপজেলার সিংহভাগ নি¤œাঞ্চল তলিয়ে আছে। অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার দেখে সার্বিক সহযোগিতা জরুরি প্রয়োজন। দু’দফা বন্যায় কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ থাকে যে বিধবা জরিনার একমাত্র শেষ সম্বল বাড়ি-ঘর টি নদী গর্ভে বিলিন হয়ে গেছে ।