October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 10:24 am

শেরপুরের ঝিনাইগাতীতে জিএনজি ও এসআইএল সংস্থার শিক্ষা উপবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী):

“আমার ভাষা, আমার পরিচিতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলার ঝিনাইগাতীতে নেতৃত্ব পরবর্তী প্রজন্ম দল (জিএনজি), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখা ও হাজং যুব সংঘ এর আয়োজনে এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কোচ, হাজং আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর শনিবার গজনী কালচারাল সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জিএনজি দলের দলনেতা শ্রী রনজিৎ হাজং এর সভাপতিত্বে ও এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার সুজল সাংমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সম্প্রীতি প্রজেক্টের প্রজেক্ট লিডার মি. মার্কাস সরেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কোচ নেতা শিক্ষক শ্রী যুগল কিশোর কোচ ও চিন্তাহরণ হাজং। আরও বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মোঃ গোলাপ হোসেন, হাজং নেতা সুধামোহন হাজং, মাধব হাজং, নিপুরাম কোচ, নেজেন্দ্র কোচ, এসআইএল এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, জিএনজি দলের সদস্যবৃন্দ, কোচ এবং হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোচ, হাজং ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেন। জিএনজি দলের সদস্যরা গান, নাচ, কবিতাসহ ৩টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ৭৫ জনের শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।