জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে দুই কেজি গাঁজাসহ রাসেল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গতকাল (২৬শে জুন) রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মাঠখোলা এলাকায় অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এসময় দুই কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে জুন) দুপুরে তাকে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মুলে সব ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
এফআইআরে নাম থাকলেই গ্রেপ্তার নয়, পুলিশ আগে তদন্ত করবে: ডিএমপি কমিশনার