October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 3:14 pm

শেরপুরের ঝিনাইগাতীতে পর্চা জালিয়াতির অপরাধে এক যুবকের জেল

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে জমির ভুয়া পর্চা তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই জুন) রাত ৯ ঘটিকার সময় ওই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। দন্ডপ্রাপ্ত আসামী মাহবুব (৩০) ঝিনাইগাতী সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাতে ঝিনাইগাতী সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান কালে জমির ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে মাহাবুবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ মনিরুল আলম ভুইয়া জানান, দন্ডপ্রাপ্ত মাহাবুবকে গতকাল রাতেই শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।