জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে মে) বিকেলে উপজেলা সদরের রামেরকুড়া এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া, শেরপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ^জিৎ রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম, ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ধোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন উপজেলা মার্কাজ মসজিদের ইমাম ইউসুফ হোসেন।
উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ ৩তলা মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের