September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 5:23 pm

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছরের কন্যা শিশু ধর্ষণের অভিযোগে সুজন (২৫) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুল্লাহ এর পুত্র। উল্লেখ্য, গতকাল (২১শে জুন) বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় ওই মামলা দায়ের করেন। পরে ঝিনাইগাতী থানা পুলিশ আসামী সুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার (২২শে জুন) দুপুরে আসামী সুজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

জানা যায়, গত (১৯শে জুন) সোমবার উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের নিজ বসত বাড়িতে ওই শিশুটিকে একা রেখে মা পাশের জমিতে কাজ করতে যায়। পরে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী চাচা সুজন শিশুটির মুখ চেঁপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাড়িতে এলে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করলে ধর্ষক সুজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, এ ঘটনায় ভোক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতার করেন আদালতে পাঠানো হয়েছে।