September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 10:16 am

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০০মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০০মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। রবিবার (১৬ই জুলাই) বিকেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কাছিমমারা ও ধলী বিল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল কবীর মোবাইল কোর্ট পরিচালনা করে ওইসব জাল আটক করেন। পরে আগুন জ্বালিয়ে জালগুলো ধ্বংস করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ধ্বংসকৃত এ জালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের নিরাপদ বংশ বিস্তার ও বেড়ে উঠা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আইনগতভাবে এটা নিষিদ্ধ হওয়ায় সবাইকে মাছ ধরতে এই জাল ব্যবহার না করার অনুরোধ জানান।

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, গোলাপ হোসেন, আনিসুর রহমান, শাহজাহান, জয়সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।