জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
মাত্র ৩শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবিশ্বাস্য হলেও সত্য! মাত্র ৩জন শিক্ষার্থী দিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের হাতিবান্দা হদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা হচ্ছে। ওই বিদ্যালয়ে ৩জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছে ৪জন।
জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত করে স্থানীয়রা। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। বিদ্যালয়টির শুরু থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন ইয়াসিন আলী। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এ বিদ্যালয়ে তেমন কোন শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি। শিক্ষকরা বলতে গেলে শুয়ে বসেই মাস শেষে বেতনভাতা উত্তোলন করে আসছেন। এসব অভিযোগ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই। গত ২১ নভেম্বর সোমবার বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ে উপস্থিত মাত্র ৩জন শিক্ষার্থী। সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে শিক্ষকরা এদিক সেদিক ছোটা ছুটি করতে থাকে। তবে প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছু কম হয়েছে। উপস্থিত চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিম জানায়, নিয়মিত বিদ্যালয়ে ৫ থেকে ৬ জন শিক্ষার্থীদের উপস্থিতি ঘটে। প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকায় আমি নিজে বদলীর আবেদন করেছি। এলাকাবাসীর অভিযোগ শিক্ষক ইয়াসিন আলী বদলি হয়ে তার দীর্ঘদিনের দোষ থেকে মুক্ত হতে চাইছে। বিদ্যালয়ের এমন অবস্থার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুনবী বলেন বিদ্যালয়টির অবস্থা খুবই নাজুক। এ কারনে প্রধান শিক্ষক ইয়াসিন আলী বদলির জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি