November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 3:24 pm

শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

জেলার নকলা উপজেলায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ মিয়া (৪২) ও তার ছেলে পঞ্চম শ্রেণি পড়ুয়া (১১)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, হানিফ মিয়া তার ছেলেকে বাইসাইকেলে করে স্থানীয় রইস উদ্দিন একাডেমীতে যাচ্ছিল। উপজেলার সাব রেজিস্টারের কার্যালয়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ মিয়া মারা যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—ইউএনবি