November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 6:35 pm

শেরপুরে বাস চাপায় অটোচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে যমুনা বাস সার্ভিস ঢাকা মেট্টো নং-ব-১৫-০৬১৪ বাসের চাপায় ব্যাটারীচালিত অটোবাইকের চালক মজনু মিয়া (৫৫) নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বুধবার ওই দূর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায়। নিহত অটো চালক মজনু মিয়া সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমড়ী গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকায় বুধবার সকালে অটোচালক মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সম্মুখ দিক থেকে আসা দ্রতগামী বাসটি ওই অটোবাইকে চাপা দেয়। ওইসময় ঘটনাস্থলেই অটো চালক মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইম, উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত অটোচালক মজনু মিয়ার লাশ উদ্ধার করে ও আহত জবেদা বেগমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা চলমান আছে।