November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 30th, 2023, 8:19 pm

শেষ পর্যন্ত জয় বঞ্চিত রিয়াল

অনলাইন ডেস্ক :

রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর অসাধারণ দক্ষতায় শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদ। গত রোববার মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েও হতাশ মাদ্রিদকে গোলশুন্য ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট হারানোর সুযোগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পাঁচ পয়েন্টে ব্যবধানে শীর্ষস্থানে ধরে রেখেছে। গত শনিবার জিরোনাকে বার্সেলোনা হারানোর পর পয়েন্টের ব্যবধান কমানোর জন্য মাদ্রিদের জয়ের প্রয়োজন ছিল। কিন্তু রেমিরোর কাছে শেষ পর্যন্ত নত স্বীকার করতে হয়েছে গ্যালাকটিকোদের। এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো রিয়াল সোসিয়েদাদ। ভিনিসিয়াস জুনিয়রের তিনটি দারুণ সুযোগ রুখে দিয়েছেন রেমিরো। শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল উজ্জীবিত পারফরমেন্স দেখাতে থাকে। কিন্তু কোনভাবেই গোল আদায় করতে পারছিলনা। ইতোমধ্যেই বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপে পরাজিত হয়েছে মাদ্রিদ। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে আনচেলত্তি বলেছেন, ‘এবারের মৌসুমে অন্যতম সেরা ম্যাচ আমরা খেলেছি। এটা সত্যি যে বার্সেলোনা দারুণ ছন্দে আছে। কিন্তু মৌসুমটা অনেক দীর্ঘ। জানুয়ারি সময়টা বেশ জটিল। কিন্তু প্রতিটি বিভাগেই রিয়ালের দারুণ উন্নতি হয়েছে। রক্ষণভাগ, আক্রমণভাগসহ শারীরিক ভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছে। খেলোয়াড়রা উন্নতি করতে শুরু করেছে। ইনজুরিতে থাকা খেলোয়াড়রা ফিরতে শুরু করেছে। সে কারণেই আগামী মাসগুলো নিয়ে আমি আত্মবিশ্বাসী। মৌসুমের দ্বিতীয় ভাগে ফিরে আসার অতীত ইতিহাসে আমাদের রয়েছে।’ প্রথমার্ধে মাদ্রিদ বেশ কিছু ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ব্রাজিলিয়ান দুই উইঙ্গার ভিনিসিয়াস ও রদ্রিগো বারবার প্রতিপক্ষের সামনে হুমকি হয়ে উঠেছেন। ভিনির কার্লিং শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। রদ্রিগোর ব্যাক হিল থেকে করিম বেনজেমার শট সহজেই রুখে দনে রেমিরো। এডুয়ার্ডো কামাভিনগাকে নিজের অবস্থান থেকে সরিয়ে লেফট-ব্যাক পজিশনে শুরু থেকেই খেলিয়েছেন আনচেলত্তি। রেনের সাবেক এই মিডফিল্ডার অবশ্য নিজেকে নতুন পজিশনে ভালই প্রমাণ করেছেন। বিরতির ঠিক আগে ভিনিসিয়াসের আরও একটি শট রুখে দিয়ে সোসিয়েদাদকে রক্ষা করেছেন রেমিরো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও একটি শট পা দিয়ে কোনমতে আটকে দেন রেমিরো। ফেডে ভালভার্দের শটও গোলের ঠিকানা খুঁজে পায়নি। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথমবারের মত পরীক্ষা দেন ৬০ মিনিটে। জাপানিজ মিডফিল্ডার টাকেফুসা কুবো ডানদিক থেকে শট নিলে কোর্তোয়ার কারণে তা সফল হয়নি। ভিনিসিয়াসের একটি লব আবারো দক্ষতার সাথে রক্ষা করেন রেমিরো। স্টপেজ টাইমে সময় নষ্ট করার কারণে রেমিরোকো হলুদ কার্ড দেখতে হয়েছে।