October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 1st, 2023, 8:21 pm

শেষ মুহূর্তে নাম সরিয়ে নিল ডমিনিকা

অনলাইন ডেস্ক :

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের ৭টি দেশ মিলে ২০ দলের টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের ভেন্যু থেকে শেষ মুহূর্তে নাম সরিয়ে নিয়েছে ডমিনিকা। নির্ধারিত সময়ের আগে অনুশীলন ও ম্যাচের ভেন্যুর কাজ শেষ করা যাবে না বলে নিজেরাই নাম প্রত্যাহার করেছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যু চূড়ান্ত করেছিল আইসিসি। ভেন্যুগুলো হচ্ছে অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে হবে বিশ্বকাপের ম্যাচ। তবে নিজেদের সরিয়ে নেওয়া প্রসঙ্গে ডমিনিকার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে সবার স্বার্থে’ই এমন সিদ্ধান্ত।

এক বিজ্ঞপ্তিতে ডমিনিকার ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ‘ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছেন, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডমিনিকা সরকারের জন্য তিনটি ম্যাচ আয়োজন করা বিচক্ষণসুলভ কাজ হবে না।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বিবৃতিতে জানিয়েছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চেষ্টায় ডমিনিকার নিবেদন আমরা দেখেছি। ব্যাপারটি স্বীকার করে নিয়েই জানানো হচ্ছে সিদ্ধান্তের পেছনে কারণটা বোধগম্য।’ উল্লেখ্য, আগামী ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। যেখানে গত বৃহস্পতিবার বাছাই পর্ব থেকে উগান্ডাকে দিয়ে ২০ দলই চূড়ান্ত হয়েছে।

দলগুলো হল যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল ও ওমান, নামিবিয়া ও উগান্ডা।