October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 7:52 pm

শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও কলকাতার গণ্ডি পেরিয়ে জয়া আহসান এখন বলিউডে পৌঁছে গেছেন। তার প্রথম হিন্দি ভাষার চলচ্চিত্র ‘করক সিং’-এর কাজ সম্প্রতি শেষ হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠিসহ অনেকে।

গত বছরের ডিসেম্বরের শুরু হয় সিনেমাটির শুটিং। সম্প্রতি শেষ হয়েছে ‘করক সিং’-এর কাজ। এরপরই শুটিংয়ের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন জয়া আহসান।

ছবি শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি ও অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’