October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 7:08 pm

‘শেহজাদা’ সিনেমার জন্য ২১ কোটি রুপি পারিশ্রমিক চান কার্তিক

অনলাইন ডেস্ক :

বলিউডে নতুন প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয় কার্তিক আরিয়ান। তার ছবিগুলো দর্শকের আগ্রহটা থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে নারী ভক্তদের কাছে কার্তিকের গ্রহণযোগ্যতা ঈর্ষনীয়। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে চাহিদা সম্পন্ন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছন। সেই চাহিদার জন্যই বাড়িয়েছেন পারিশ্রমিক। রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক চেয়েছেন ২১ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেল, এই ছবিতে কার্তিক জুটি বাঁধবেন কৃতী স্যাননের সঙ্গে। ‘শেহজাদা’ সিনেমাটি তামিল সিনেমা ‘আলা বৈকুণ্থাপুরামলু’র রিমেক। এই অ্যাকশন-কমেডির জন্য ২১ কোটি রুপি চেয়েছেন তিনি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বোচ্চ। তার আগে সমীর বিদওয়ানের ‘রোম-কম’ ছবির জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন কার্তিক। একটি সূত্র জানায়, কার্তিক বাজারে তার চাহিদা ও সিনেমার বাজেটের উপর ভিত্তি করে পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন। যেহেতু ‘শেহজাদা’ পুরোপুরি বাণিজ্যিক সিনেমা এবং বেশ ভালো বাজেটে নির্মাণ করা হবে তাই তিনি ২১ কোটি দাবি করেছেন। ২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের।