October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 7:44 pm

শ্রাবন্তীকে চুমু, চড় খেলেন ভক্ত

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে চুমু খেতে গিয়েছিলেন। কিন্তু চুমু খেতে গিয়েই বাধল বিপত্তি। রেগে গেলেন তিনি। মারলেন চড়। এখানেই শেষ নয়, আর যদি এরকম করা হয়, তবে নাকি মুখ ভেঙেই দেবেন- এমনটাই হুঁশিয়ারি দিলেন শ্রাবন্তী। শ্রাবন্তীকে চুমু খেলেন যিনি, তিনি কে? কোথায়ই বা ঘটেছে এমনটা? স্বাভাবিকভাবেই নেটিজেনরা এ প্রশ্ন তুলছেন। তিনি শ্রাবন্তীর বন্ধু মৌমিতা। এই কাজ করে চড় খেয়েছেন, তবে পুরো ঘটনা ঘটেছে ইনস্টাগ্রাম রিলে। রিলসে বেশ সক্রিয় শ্রাবন্তী। সেখানেই এক রিলে তাঁদের এই মজার অভিনয়। মৌমিতাই ভিডিওটি শেয়ার করেছেন। এদিকে, আগামী শুক্রবার শ্রাবন্তীর জীবনে এক উল্লেখযোগ্য দিন হতে যাচ্ছে। মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘কাবেরী অন্তর্ধান’। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ অনেকেই। ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, বরাবরই আলোচনায় থাকেন শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয় না। কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই বাঁধে। অনেকেই ধারণা করে নেন প্রেমের সম্পর্ক স্বীকার করে নেবেন দুজনে। ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত পর্যন্ত ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দেন শ্রাবন্তী। আঁকেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে- যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদতে শ্রাবন্তীই!