October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 26th, 2023, 6:13 pm

শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।