June 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 3:20 pm

শ্রীবরদীতে এডভোকেসি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে গর্ভবতী মায়েদের এএনসি, পিএনসি ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।

মাতৃমৃত্যু রোধ, গর্ভবতী মায়েদের সেবা, নরমাল ডেলিভারির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুরের ইউনিসেফ কনসালটেন্ট ডা. নাজমুল হক চৌধুরী। পরিবার কল্যাণ পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. তৌফিকুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

এসময় মেডিকেল অফিসার, শিক্ষক, ইমাম, মিড ওয়াইফ, গর্ভবতী নারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।