জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর শ্রীবরদী’র আয়োজনে মৎস্য অফিস কার্যালয়ে ঐ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতর্ৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিক ও মৎস্য খামারিদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভায় গণমাধ্যমকমর্ী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের