জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, সাংবাদিক রেজাউল করিম বকুল। এসময় বক্তারা শ্রীবরদী’র নানা সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরে সমাধানের দাবী তুলেন।
মতবিনিময় শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিতে সম্পৃক্তরণের আওতায় পাঁচ জনের মাঝে সেলাই মেশিন, তিন জনের মাঝে দোকান ঘর, একজনের মাঝে ছাগল ও একজনের মাঝে ব্যবসার জন্য সবজি বিতরণ করা হয়। এছাড়াও আনসার সদস্যদের আবাসন ভবন উদ্বোধন করেন।
আরও পড়ুন
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ভেঙে পড়েছে খুমেকের চিকিৎসা সেবা, রোগীরা ভোগান্তিতে
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ