জেলা প্রতিনিধি, শ্রীবরদী(শেরপুর) :
শেরপুরের শ্রীবরদী উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুম স্বোমেশ্বরীতে ওই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহম্মেদ রুবেল, প্রেস ক্লাব শ্রীবরদী সভাপতি এজেএম আহসানুজ্জামান ফিরোজ, সম্পাদক ফেরদৌস আলী, আমার সংবাদের শ্রীবরদী প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক যায়য়ায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সাইদ দিনার, সাংবাদিক সুমি মহন্ত, উৎপল মহন্ত, আলমগীর হোসেন, শফিউল আলম, সওকত জামান প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস তার সরকারি কাজের দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি