December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 29th, 2023, 6:33 pm

শ্রীবরদীতে ২৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

জেলা প্রতিনিধি,  শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৭ বিএনপি নেতাকমর্ীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৮টি অবিষ্ফোরিত ককটেল ও দুটিটি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, দেশিয় অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা। শ্রীবরদী চৌরাস্তা মোড় ও শ্রীবরদী পশ্চিম বাজারন্থ ডাক বাংলোর চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, শনিবার রাতে বিএনপি’র ডাকা হরতালে নাশকতা করার লক্ষ্যে কিছু বিএনপি নেতাকমর্ী মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছেন এমন সংবাদ পেয়ে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলে মাইক্রোবাসে ককটেল, লাঠি সোটা পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসের ড্রাইভারসহ ১১ জনকে আটক করা হয়। রবিবার সকালে শ্রীবরদী পশ্চিম বাজারন্থ ডাক বাংলোর চৌরাস্তা মোড় এলাকায় নাশকতার করার লক্ষ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকমর্ীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। পুলিশ সেখানে উপস্থিত হলে নাশকতার করার জন্য পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। একপর্যায়ে দুটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় দুটি বিষ্ফোরক ও দন্ডবিধি আইনে মামলা হয়েছে।

আটকৃতরা হলো কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নয়ারচর এলাকার মৃত হাজী উসমান গণির ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে আনু (৫৫), মো. রুহুল আমিন (৪০), মৃত শরীফ উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (৫২), মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. ফরিদুল (৪৫), আবু সাঈ৬দের ছেলে ফারুকুল ইসলাম (৪০), মৃত আজাহার আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৭), আব্দুল মান্নানের ছেলে মো: সোহেল (২৭), শাহাজামালের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫), মো: আমিনুল ইসলামের ছেলে মো. হারুন উর রশিদ (২২) মৃত আব্দুস সামাদের ছেলে মো: মোক্তার হোসেন (৫০) পশ্চিম রাজিবপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. আবু তালেব (৪০), শেরপুর জেলার শ্রীবরদী থানার গোপালখিলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো: আব্দুর রউফ (৬২), বিলভরট গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. খোরশেদ আলম (২৮), গোপালখিলা পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আমজাদ (৫৫), দহের পাড়া গ্রামের মৃত আলহাজ্ব আ: সামাদের ছেলে কফিল উদ্দিন (৫০), ভারেরা গ্রামের সোহরাব আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৫), পোড়াগড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সেলিম মিয়া (৪৫), কুরুয়া কাজিপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে মোস্তুফা (৬০), চরশিমুল চড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. সওদাগর (৭৩), তিনানী ভেলুয়া গ্রামের আ: সালামের ছেলে রহিম বাদশা ওরফে রুমি (৫৩), সাতানী পাড়া গ্রামের মৃত আলহাজ্ব তাজুল ইসলামের ছেলে মো: আবু রায়হান (৪৫), বিলভরট গ্রামের আবুল কাশেমর ছেলে মো. হারুনর অর রশিদ (৫৮), শংকর ঘোষ গ্রামের হাসানুজ্জামান মন্টু মিয়ার ছেলে মো. আল আমিন, সিংগাবরুনা গ্রামের মো: হওয়াল মিয়ার ছেলে মো. মোস্তাইন বিল্লাহ ওরফে আদু (২৮), কাউনেরচর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো: সুজন মিয়া (৪০), মধ্য গড়জরিপা গ্রামের মৃত ছাবেদ আলী মো. তোফাজ্জল হোসেন (৪০), পূর্ব ছনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. মোর্শেদ আলম মন্ডল (২৮)।